This is a new poem & short story blog . The blog is cheerful by the feet of new generation. Our main purpose is all kinds of unpublished story, poem to publish ,

Please communicate with us . E-mail: kobithakotha1@gmail.com

শুধু তুমি তুমি নেই

মো: হামিদুল ইসলাম (মিঠু)

ঠিক তেমনি আছে এই পৃথিবিটা
শুধু তুমি নেই আগের মতন,
ঋতু বদলের মতই বদলে গেছো তুমি
খেয়ালের পথ ধরে চলে গেছো তুমি
পিছু ফিরে কিছুই দেখনি ,
সুখের সন্ধানে ছুটে গেছো
আমার কথা কিছুই ভাবনি ।
আজও আমি তোমার কথা ভেবে
নিশি-দিন কাটিয়ে দিই ,
একটু-ই বদলায়নি তোমার কথা ভেবে
আছি তো আমি আগের মতই।
নিষ্ঠুর একাকিত্ব হয়েছে আমার সাথি
সুখ আনন্দ চলে গেছে আমর কাছ থেকে দূরে ,
বেদনার ডালি নিযে ভাবি বসে তোমায়
ভাঙ্গা স্বপ্ন নেই কিছু এই অন্তরে
সর্য ডুবে গিয়ে আবার উঠে
ঠিক তেমই আছে সকাল- বিকালের ব্যবধান ,
নীল আকাশ , চাঁদ , তারা সকলি আছে ঠিক
শুধু তমি নেই আগের মতন।

Odesk

The On Demand Global Workforce - oDesk

নন্দিত নন্দিনী

মো: হামিদুল ইসলাম (মিঠু)

আমার প্রতিটি স্বপ্ন জুড়ে তুমি -
জীবনের জীবন্ত স্মৃতিতে তুমিই আছো,
অন্তরের মাঝে যে অন্তর আছে
সে ভূবন জুড়ে হে নন্দিত নন্দিনী তুমি আছ ।
নয়নের সোনলী স্বপ্নের পৃথিবীতে
স্বপ্ন কন্যা হয়ে আছো তুমি
হৃদয়ের প্রতিটি স্পন্দনে স্পন্দনে
তোমার ই নাম অনুভবে শুনি আমি
তোমার কোমল হাতের অমৃত স্পর্শে আমার
হৃদয় বনে বসন্তের নির্মল আনন্দ জেগে আছে
বাসনার রঙ্গিন কলিরা
নব উদ্দিপনার মনের বসন্ত বাহারে ফুটেছে ।
তোমার স্বর্গীয় প্রেম সুধা
আমার তনু মন ভরে উলে দিয়েছে ।
তোমায় পয়ে আমার সব চাওয়া ফুরিয়েছে
আমি পূর্ন , সম্পূর্ন ভাবে ।

এলে না ফিরে

মো: হামিদুল ইসলাম মিঠু

উৎসর্গ আর কে

এল না ফিরে আর দিলে না দেখা
আমার মন আঙ্গিনার কুঞ্জ বনে
তুমি কেমন করে , কিসের টানে
চলে গেলে আমায় ভুলে সুখের বৃন্দা বনে
ভাঙ্গবে প্রতিশ্রুতি , ছিড়বে শপথের মালা
বাঝিনি এ তোমার অভিনয় , এ তোমার খেলা ।
মিথ্যে স্বপ্ন বাহারে ভরিযয় আমার মন
করেছো তুমি নিজের আত্নসিদ্ধির সাধন ।
কোন স্বর্গ সুখের আশায় চলে গেলে,
এখানে আমায় একলাটি ফেলে ।
কি মোহে মোহিত হয়ে ভুলেছো দেওয়া কথা ?
ভালবাসা কেড়ে , দিয়ে গেছো এক বুক ব্যাথা ।
কেউ কাউকে দুঃখ দিয়ে সুখি হয় না শুনি ,
আমায় দুঃখ দিয়ে তুমিও সুখি হতে পারবে না জানি।
শেষ অন্তকে বলে যাই দিয়ে যাই অভিষাপ
কোন দিন ও যেন ভরেনা -
তোমার প্রেম বিলাসী ও মন।

কেন?

মোঃ হামিদুল ইসলাম(মিঠু)

বনপাড় ডিগ্রী মহাবিদ্যালয়
কেন এত নিরবতা?
কেন এত ভয় হগো?
আমাকে ভালবাস বলবে সে কথা
লজ্জা কেন তবে তুমি ?
এমনি পাষাণ তুমি
এমনি পাথর বলনা সে কথা
মিথ্যে আশ্বাসে ভরিয়ে রাখো মন।
থাকতে চাও তুমি সুখে,
অন্তরে আমায় ঘৃণা করে
কথা বল হাসি নিয়ে মুখে।
তোমার সকল চতুরতা
আমার ফাঁকি দিয়ে তোমার ভাগ্যে
জুটবে না সুখ, কষ্ট ছাড়া ।
ভালবেসে আমায় যদি যাও ভুলে
এমনে যদি দাও ব্যাথা,
যত দিন বাঁচবো সয়ে যাব
স্মৃতির জ্বালাময় ব্যথা,
যারে প্রাণের চেয়ে বাসলে ভালো যত
তারে কেন দিতে চাও দুঃখ এত?
কোনও পোস্ট নেই৷
কোনও পোস্ট নেই৷